অনলাইনে এনআরসিতে নাম সংশোধন প্ৰক্ৰিয়ার সময়সীমা বেড়ে ২৮ ফেব্ৰুয়ারি

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)কর্তৃপক্ষ এনআরসি-র পূর্ণাঙ্গ খসড়ায় অনলাইনে নামের ভুল সংশোধন প্ৰক্ৰিয়ার চরম সময়সীমা ২৮ ফেব্ৰুয়ারি অবধি সম্প্ৰসারণ করেছেন। তবে অফলাইনে নাম সংশোধন পদ্ধতির সময়সীমা একই অর্থাৎ ৩১ জানুয়ারিই থাকছে। অনলাইনে নাম সংশোধনের জন্য পূর্বে এই তারিখই শেষ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছিল। এদিকে দাবি ও ওজর আপত্তি নিয়ে শুনানি পর্ব শুরু হচ্ছে আগামি ১৫ ফেব্ৰুয়ারি থেকে। এনআরসি সূত্ৰে জানানো হয়েছে একথা।
যদি কোনও ব্যক্তি নাম সংশোধনের জন্য অনলাইন পদ্ধতি ব্যবহার করতে চান তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে www.nrcassam.nic.in-এ লগ অন করে শীর্ষে থাকা এনআরসি কারেকশন পোর্টেলে ক্লিক করতে হবে। এরপর আবেদনকারীকে তার এআরএন(অ্যাপ্লিকেশন রিসিপ্ট নম্বর),লিগেসি ডাটা কোড ও রেজিস্ট্ৰার মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
অন্যদিকে কোনও আবেদনকারী যদি অফলাইনে নামের ভুল সংশোধন করতে চান তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৩১ জানুয়ারির মধ্যে এনআরসি-র নির্ধারিত ফর্ম পূরণ করা চাই। এরজন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে তার এনআরসি সেবাকেন্দ্ৰে গিয়ে আবেদন জানাতে হবে,যে কেন্দ্ৰ থেকে তিনি এনআরসিতে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জানিয়েছিলেন।
এনআরসি-র পূর্ণাঙ্গ খসড়াটি প্ৰকাশিত হয়েছিল ২০১৮ সালের ৩০ জুলাই।