গত ১৬ ডিসেম্বর তিনিসুকিয়ার ধলার টেঙাপানী বাকজুলি এলাকার মকোটি থেকে খেমবাহাদুর ছেত্ৰীকে তিনজন দুষ্কৃতি অপহরণ করেছিল। এর পরই শদিয়ার নব নিযুক্ত পুলিশ সুপার দেবজিৎ দেউরির নেতৃত্বে দুষ্কৃতির খোঁজে তল্লাশি অভিযান চালানো হয়েছিল।
মঙ্গলবার সকালে এই অভিযানের সফলতা লাভ করেন নিরাপত্তা কর্মীরা। এদিন সকালে মজবারি থেকে ব্যবসায়ী খেমবাহাদুর ছেত্ৰীকে উদ্ধার করা হয়। একইসঙ্গে ওই অপহরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে জয়ন্ত দত্ত এবং আনন্দ গোয়ালা নামের দুই যুবককে গ্ৰেপ্তার করেছে পুলিশ। এদিকে শদিয়ার পুলিশ সুপার দেউরি জানান,ধৃত যুবকদের সঙ্গে আলফা স্বাধীনের কোনও যোগসুত্ৰ নেই।