Begin typing your search above and press return to search.

অবশেষে উদ্ধার হলো চুরি যাওয়া উগ্ৰতারা দেবালয়ের বিগ্ৰহ

অবশেষে উদ্ধার হলো চুরি যাওয়া উগ্ৰতারা দেবালয়ের বিগ্ৰহ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 May 2019 10:09 AM GMT

গুয়াহাটিঃ মহানগরীর ঐহিত্যমণ্ডিত উগ্ৰতারা দেবালয়ের চুরি যাওয়া বিগ্ৰহটি অবশেষে আজ উদ্ধার করা হলো। নলবারির চামতা থেকে উদ্ধার করা হয় বিগ্ৰহটি । দীর্ঘ পাঁচ মাস ১৬ দিনের মাথায় গোলাঘাট পুলিশ নলবাড়িতে অভি্যান চালিয়ে বিগ্ৰহটি উদ্ধার করতে সফল হয়। চারটি চোরকে গ্ৰেপ্তার করার পরই বিগ্ৰহটি উদ্ধার করা অনেকটাই সহজ হয়ে পড়ে। গোলাঘাটের পুলিশ সুপার পুষ্পরাজ সিংহ-র নেতৃত্বে যাওয়া গোলাঘাট পুলিশের অতিরিক্ত সুপার সুরজিৎ সিং পানেসর এবং পুলিশের দল নলবাড়ি থেকে বিগ্ৰহটি উদ্ধার করতে সফল হয়। ঘটনার সঙ্গে জড়িত যে চার চোরকে গ্ৰেপ্তার করা হয়েছে তারা হলো নলবাড়ির চান হুসেন,টিহুর আদিল আলি,মুকালমুয়ার রাহুল আলি এবং পাঞ্জাবারির মিণ্টু রায়। নলবাড়ি থেকে ওই চার চোরকে গ্ৰেপ্তার করে রাতারাতি গোলাঘাটে নেওয়া হয়েছে।

বিগ্ৰহটি শনাক্ত করতে উগ্ৰতারা দেবালয়ের মুখ্য পূজারী ইতিমধ্যেই গোলাঘাটে রওনা হয়েছেন। এদিকে আজ থেকে উগ্ৰতারা মহোৎসবও শুরু হবার কথা ছিল। ১ ও ২ মে দুদিনের কর্মসূচিতে এই মহোৎসব হয়ে আসছে। আজ অধিবাস সম্পন্ন হওয়ার পর আগামিকাল দেবালয়ে নতুন বিগ্ৰহ প্ৰতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিলেন মন্দির কর্তৃপক্ষ।

Next Story