অবৈধ মদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে আবগারি বিভাগ

গুয়াহাটিঃ অবৈধ মদ তৈরি ও তা বিক্ৰি করার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে রাজ্য আবগারি বিভাগ। রাজ্যের বাজারে এসব অবৈধ মদের বেচাকেনা ঠেকাতে আবগারি বিভাগ বহুমুখী স্ট্ৰ্যাটিজি হাতে নিচ্ছে।
আবগারি বিভাগের কমিশনার রাকেশ কুমার-এর মতে,রাজ্যের চা বাগানগুলিতে বিশেষ করে যে সময়ে শ্ৰমিকরা তাদের পারিশ্ৰমিক পান সেইসময়ে টহলদারি ব্যবস্থা আরও জোরদার করে তোলা হবে। অবৈধ মদের প্ৰতি কেউ যাতে আসক্ত না হয় এবং এজাতীয় মদ বিক্ৰি বন্ধ করতেই বাগান এলাকায় ঘন ঘন টহলদারির ব্যবস্থা করছে আবগারি বিভাগ। এবিষয়ে সব জেলাশাসক ও পুলিশ সুপারদের জানানো হয়েছে এবং এই পদক্ষেপের প্ৰতি তাদের সমর্থনও চাওয়া হয়েছে। তাছাড়া এই ব্যবস্থাগুলি কঠোরভাবে রূপায়ণ করার জন্য আবগারি বিভাগের সব সুপারদের প্ৰতি নির্দেশও জারি করেছে বিভাগটি। তবে প্ৰশ্ন উঠছে এটাকে বাস্তবসম্মত পদক্ষেপ বলা যাবে কি? এই পদক্ষেপের ফলে আখেরে সমস্যা কতটুকু মিটবে?
কুমার আরও বলেন,চলতি বছরের ১ এপ্ৰিল থেকে মদ তৈরির একটা গুরুত্বপূর্ণ উপাদান স্পিরিট পরিবহণের ক্ষেত্ৰে আবগারি বিভাগ একটা নতুন নিয়ম চালু করতে যাচ্ছে। লালিগুড় উৎপাদনে নিয়ন্ত্ৰণ আনতে একটা নতুন আইনের খসড়া প্ৰস্তুত করা হচ্ছে। ‘স্পিরিট পরিবহণ নিয়ন্ত্ৰণে আনতে আমরা ব্যবস্থা নিচ্ছি। স্পিরিট বোঝাই ট্যাংকারগুলি ই-লকিং করা,ট্যাংকারে ডাবল এক্সাইজ সিল এবং সেগুলিতে জিপিএফ ইত্যাদি জুড়ে দেওয়ার মতো বেশকিছু পদক্ষেপ খুব শিগগিরই নেওয়া হচ্ছে’-বলেন তিনি।
রাজ্যের গোলাঘাট ও যোরহাট জেলায় সম্প্ৰতি বিষ মদ খেয়ে ১৫০ জনের বেশি লোকের মৃত্যু হওয়ার পর আবগারি বিভাগ এজাতীয় কঠোর পদক্ষেপ গ্ৰহণ করছে,এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে।