অমৃতসরঃ পঞ্জাবের অমৃতসর জেলার রাজাসানসিতে রবিবার নিরঙ্কারী সংগঠনের এক ধর্মীয় সভায় গ্ৰেনেড হামলায় চারজন নিহত এবং অন্যান্য ২০ জন আহত হন। মোটর সাইকেলে আসা মুখোশধারী দুই যুবক ওই সভা লক্ষ্য করে গ্ৰেনেড ছুড়ে মারলে ঘটনাস্থলেই ৪ জন মারা যান। অমৃতসর থেকে ১৫ কিলোমিটার দূরে রাজাসানসির আদলিওয়াল গ্ৰামে নিরঙ্কারী সৎসঙ্গ ভবনে ওই ধর্মসভার আয়োজন করা হয়েছিল। আহতদের সঙ্গে সঙ্গে অমৃতসর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের দুজনের অবস্থা সংকটজনক বলে পুলিশ জানিয়েছে। ওই সময় সভায় প্ৰায় ২০০ জন ভক্ত ছিলেন।
ঘটনার খবর পেয়ে পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল সুরেশ অরোরা বরিষ্ঠ পুলিশ কর্তাদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। অরোরা বলেছেন এটা ‘সন্ত্ৰাসীদের কাজ’। ‘আমরা এটাকে জঙ্গি আক্ৰমণ বলেই মনে করছি। এই আক্ৰমণ একটা গোষ্ঠীর বিরুদ্ধে কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। আর সেজন্যই আমরা এটাকে জঙ্গি আক্ৰমণ বলে ধরে নিয়েছি’-আদলিওয়াল গ্ৰামে তিনি সাংবাদিকদের কথাগুলি বলেন।
এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে অরোরা বলেন,আরও তদন্তের পর ঘটনার পিছনে কাদের হাত রয়েছে তার বিস্তারিত জানা যাবে। প্ৰত্যক্ষদর্শীরা পুলিশকে বলেছেন,মোটর সাইকেলে আসা মুখোশধারী যুবকদ্বয় একজন মহিলা দ্বাররক্ষীকে পিস্তল দেখিয়ে বলপূর্বক ওই সভা চত্বরে ঢুকে গ্ৰেনেড ছোড়ে। পঞ্জাবের মুখ্যমন্ত্ৰী অমরিন্দার সিং এই ঘটনায় গভীর দুঃখ প্ৰকাশ করেছেন। তিনি সব স্পর্শকাতর স্থানগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে তোলার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্ৰীর মতে,আইএসআই মদতপুষ্ট খলিস্থানি অথবা কাশ্মীরি জঙ্গিরা এই ঘটনার নেপথ্যে থাকতে পারেন। উল্লেখ্য,সাম্প্ৰতিককালে পঞ্জাবে নিরীহ মানুষের ওপর হামলার এটাই প্ৰথম ঘটনা।