অম্বুবাচি মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কামরূপ প্ৰশাসন প্ৰস্তুতি পর্বও গুটিয়ে এনেছে।মঙ্গলবার কামরূপ(মেট্ৰো)র জেলাশাসক বীরেন্দ্ৰ মিত্তাল এক সাংবাদিক সম্মেলনে জানান,এবার প্ৰশাসন পৃথক ভিআইপি এন্ট্ৰি পাস দিচ্ছে না।তীর্থযাত্ৰীদের পরিবহণের জন্য এএসটিসি বাস থাকছে।রাত ১২টার পর কোনও দর্শনার্থীকে মন্দির চত্বরে ঢুকতে দেওয়া হবে না।এবার ক্যাম্প বসছে পুরনো জেল প্ৰাঙ্গণ,কামাখ্যা রেলস্টেশন,পাণ্ডু,মাছখোয়া,নাহরবাড়ি ফিল্ড ও বরিপাড়া স্কুল চত্বরে।২ হাজার নিরাপত্তারক্ষী থাকবে-জানান পুলিশ কমিশনার হিরেন চন্দ্ৰ নাথ।ভক্তদের ব্ৰহ্মপুত্ৰে স্নান করা নিষিদ্ধ।
Begin typing your search above and press return to search.