Begin typing your search above and press return to search.

অষ্টম শ্ৰেণি পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করছে কেন্দ্ৰ

অষ্টম শ্ৰেণি পর্যন্ত হিন্দি বাধ্যতামূলক করছে কেন্দ্ৰ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  10 Jan 2019 10:25 AM GMT

এ বার কি দেশ জুড়ে অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দি শিক্ষা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র? এমনই এক প্রস্তাব এসে পৌঁছেছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে। প্রস্তাবে বলা হয়েছে, গোটা দেশে তিন ভাষার ফর্মুলা চালু করতে হবে। ইংরেজি এবং স্থানীয় ভাষার পাশাপাশি অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দি শিক্ষাও বাধ্যতামূলক করতে হবে।

আগামী দিনে শিক্ষার গতিপ্রকৃতি নির্ণয়ের জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক একটি নয় সদস্যের কমিটি তৈরি করেছিল। গত মাসে সেই কমিটি নিজেদের রিপোর্ট পেশ করেছে। সুপারিশগুলির মধ্যেই হিন্দিকে বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে বলে জানিয়েছে । যদিও কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর সাফ জানিয়েছেন, এখনই হিন্দিকে বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়ে ভাবা হচ্ছে না।

এই কমিটির দেওয়া অন্যান্য সুপারিশের মধ্যে আছে, গোটা দেশে অঙ্ক এবং বিজ্ঞানের অভিন্ন সিলেবাস চালু করা। তবে বিজ্ঞানশিক্ষা স্থানীয় ভাষাতেই হবে, তার জন্য হিন্দি বাধ্যতামূলক নয়। কমিটির সুপারিশ, সমাজবিদ্যা শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের স্থানীয় কিছু বিষয় সিলেবাসে ঢোকানো যেতে পারে। কিন্তু বিজ্ঞান বা অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা সিলেবাসের প্রয়োজন নেই।

আপাতত হিন্দি বলয়ের রাজ্যগুলিতে প্রথম ভাষা হিসেবে পড়ানো হয় হিন্দি। তবে পশ্চিমবঙ্গ, অসম, দক্ষিণী রাজ্যগুলি এবং আরও কিছু রাজ্যে হিন্দি শিক্ষা বাধ্যতামূলক নয়। ইতিমধ্যেই দক্ষিণের রাজ্যগুলিতে তীব্র হিন্দিবিরোধী আন্দোলন দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে গোটা দেশে হিন্দি বাধ্যতামূলক করতে হলে সরকারকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে। সম্ভবত এ রকম কিছুই আন্দাজ করেই হিন্দি বাধ্যতামূলক করার ব্যাপারে ঢোক গিলেছে কেন্দ্র।

Next Story
সংবাদ শিরোনাম