Begin typing your search above and press return to search.

অসমকে উপদ্ৰুত অঞ্চল ঘোষণা রাজ্যপালের

অসমকে উপদ্ৰুত অঞ্চল ঘোষণা রাজ্যপালের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  30 Aug 2018 7:52 AM GMT

গুয়াহাটিঃ ১৯৫৮ সালের সশস্ত্ৰ বাহিনীর(বিশেষ ক্ষমতা)আইনের ৩ অনুচ্ছেদের অধীনে প্ৰাপ্ত ক্ষমতাবলে অসমের রাজ্যপাল জগদীশ মুখি গোটা রাজ্যকে ‘উপদ্ৰুত এলাকা’ ঘোষণা করেছেন। চলতি ২০১৮-র ২৮ আগস্ট থেকে আগামি ছমাসের জন্য রাজ্যে উপদ্ৰুত এলাকা বহাল থাকবে,যদি না তা আগে প্ৰত্যাহার করে নেওয়া হয়। রাজ্য সরকারের তরফে প্ৰকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

Next Story