গুয়াহাটিঃ ১৯৫৮ সালের সশস্ত্ৰ বাহিনীর(বিশেষ ক্ষমতা)আইনের ৩ অনুচ্ছেদের অধীনে প্ৰাপ্ত ক্ষমতাবলে অসমের রাজ্যপাল জগদীশ মুখি গোটা রাজ্যকে ‘উপদ্ৰুত এলাকা’ ঘোষণা করেছেন। চলতি ২০১৮-র ২৮ আগস্ট থেকে আগামি ছমাসের জন্য রাজ্যে উপদ্ৰুত এলাকা বহাল থাকবে,যদি না তা আগে প্ৰত্যাহার করে নেওয়া হয়। রাজ্য সরকারের তরফে প্ৰকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
Begin typing your search above and press return to search.