Begin typing your search above and press return to search.

অসমের মূল বাসিন্দার মর্যাদা দাবি ভূমিপুত্ৰ অসমিয়া মুসলিমদের

অসমের মূল বাসিন্দার মর্যাদা দাবি ভূমিপুত্ৰ অসমিয়া মুসলিমদের

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  29 April 2019 12:02 PM GMT

গুয়াহাটিঃ রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)সম্পূর্ণ খসড়ায় ব্যাপক হারে বাংলাভাষী মুসলিমের নাম অন্তর্ভুক্ত হওয়ায় অস্তিত্ব সংকটে ভুগছে ভূমিপুত্ৰ মুসলিমরা। তারা রাজ্যের ভূমিপুত্ৰ মুসলমান সম্প্ৰদায়কে মূল বাসিন্দার(ওআই)স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে।

অসমের স্থানীয় ভূমিপুত্ৰ মুসলিমরা পূর্ব পাকিস্তানের মুসলিমদের নিয়ে রীতিমতো বিভ্ৰান্ত। ‘ভূমিপুত্ৰ মুসলিমরা হয় স্থানীয় সম্প্ৰদায় থেকে রূপান্তরিত অথবা মুঘল-আহোম যুগের যুদ্ধ বন্দি ছিল। সেইহেতু আমাদের একটা সম্পূর্ণ পৃথক পরিচিত বা অস্তিত্ব রয়েছে এবং সেজন্যই এই পরিচিতি বাঁচাতে ব্যবস্থা নেওয়া উচিত’-বিশিষ্ট আইনজীবী তথা সমাজকর্মী নোকিবুর জামান একথা বলেন।

জামানের সুরে সুর মিলিয়ে এই সম্প্ৰদায়ের অন্যান্য বহু সদস্য ভূমিপুত্ৰ মুসলিমদের জন্য হয় মূল বাসিন্দা অথবা সাংবিধানিক রক্ষাকবচের ব্যবস্থা করতে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের কাছে দাবি জানিয়েছে।

১৯৫১ সাল থেকে ৭১-এর ২৪ মার্চ মধ্যরাতের মধ্যে অসমে বসবাস করতে শুরু করা ব্যাপক সংখ্যক বাংলাভাষী মুসলিমদের কবল থেকে ভূমিপুত্ৰ মুসলিমদের অস্তিত্ব ও সংস্কৃতি বাঁচানোর তাগিদেই তাদের ওই দাবি।

ভূমিপুত্ৰ অসমিয়া মুসলিমদের জনগণনা করে তাদের রক্ষণাবেক্ষণের স্বার্থে বিজেপি নেতৃত্বাধীন সরকারকে প্ৰাক নির্বাচনী প্ৰতিশ্ৰুতি পালন করার দাবি জানান একজন ভূমিপুত্ৰ মুসলিম ড.সাদিক আলম।

Next Story
সংবাদ শিরোনাম