Begin typing your search above and press return to search.
অসমে তিন বছরে বাল্য বিবাহের ঘটনা বেড়েছেঃ প্ৰমীলা

গুয়াহাটিঃ রাজ্যে গত তিন বছরে বাল্য বিবাহের ঘটনা দ্ৰুতলয়ে বৃদ্ধি পেয়েছে,সংশ্লিষ্ট বিভাগ এর আগে বিভিন্ন প্ৰতিরোধমূলক ব্যবস্থা গ্ৰহণ করা সত্ত্বেও। শুক্ৰবার বিধানসভার শরৎকালীন অধিবেশনে কংগ্ৰেস বিধায়ক রোসলীনা তির্কির এক প্ৰশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্ৰী প্ৰমীলা রানি ব্ৰহ্ম বলেন,২০১৫-১৬ সালে রাজ্যে বাল্য বিবাহের ঘটনা ঘটেছে ৩২টি। ২০১৬-১৭ অর্থ বছরে এধরনের বিয়ে হয়েছে ৯৬টি। ২০১৭-১৮ সালে বাল্য বিবাহের ঘটনা বৃদ্ধি পেয়ে ৩৭৯টিতে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।
Next Story