অসমে পেট্ৰোপণ্যের দাম কমল লিটারে পাঁচ টাকা

জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধিতে যখন গ্ৰাহকদের নাভিশ্বাস উঠেছিল সেই সময় রাজ্য সরকার পেট্ৰোল,ডিজেলে ২.৫০ টাকা কর ছাড়ের কথা ঘোষণা করে। এর সঙ্গে কেন্দ্ৰীয় সরকারের দেওয়া ২.৫০ টাকার ছাড়াও যোগ হচ্ছে। সব মিলিয়ে রাজ্যে পেট্ৰোল,ডিজেলের দাম প্ৰতিলিটারে কমছে ৫ টাকা। পেট্ৰোল,ডিজেলের এই নতুন নিরিখ শুক্ৰবার মাঝ রাত থেকে প্ৰযোজ্য হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত অসমে প্ৰতিলিটার পেট্ৰোল ৮৫.৫০ টাকা এবং ডিজেল লিটার পিছু ৭৮.৯১ টাকায় বিকিয়েছে। এই মূল্য হ্ৰাসের ফলে রাজ্য সরকারের বার্ষিক রাজস্ব ক্ষতির পরিমাণ দাঁড়াবে আনুমানিক ৪০০ কোটি টাকা। কেন্দ্ৰীয় সরকার এর আগে পেট্ৰোল,ডিজেলের দাম ২.৫০ টাকা কম করার পরিপ্ৰেক্ষিতে রাজ্য সরকারও লিটার পিছু ২.৫০ টাকা কর ছাড়ের সিদ্ধান্ত নেয়।
কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী অরুণ জেটলি বৃহস্পতিবার আবগারি শুল্ক ১.৫০ টাকা করে হ্ৰাস করে তেল কোম্পানি সমূহকে আরও ১ টাকা করে কমানোর নির্দেশ দেন। কেন্দ্ৰের এই উদ্যোগের জন্য পেট্ৰো পণ্যের দাম কমেছে ২.৫০ টাকা। অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা পেট্ৰোল,ডিজেলের ক্ষেত্ৰে ভ্যাটে ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন। পেট্ৰোপণ্যের দাম সামান্য কমায় কিছুটা হলেও স্বস্তি পাবেন গ্ৰাহকরা।