Begin typing your search above and press return to search.

অসমে ১১ এপ্ৰিল থেকে তিন দফায় লোকসভার নির্বাচন

অসমে ১১ এপ্ৰিল থেকে তিন দফায় লোকসভার নির্বাচন

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  11 March 2019 10:15 AM GMT

গুয়াহাটিঃ অসমে লোকসভার নির্বাচন তিন দফায় হবে। নির্বাচনের এই তিনটি তারিখ হচ্ছে ১১,১৮ ও ২৩ এপ্ৰিল। সারা দেশের সঙ্গে ২৩ মে ভোট গণনা হবে। এদিকে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে মডেল কোড অফ কন্ডাক্টও বলবৎ হলো।

১১ এপ্ৰিল প্ৰথম দফায় রাজ্যের ৫টি লোকসভা কেন্দ্ৰ ভোটগ্ৰহণ করা হবে। এই পাঁচটি কেন্দ্ৰ হচ্ছে ডিব্ৰুগড়,লখিমপুর,যোরহাট,তেজপুর ও কলিয়াবর।

১৮ এপ্ৰিল দ্বিতীয় দফায় রাজ্যের আরও পাঁচটি লোকসভা কেন্দ্ৰে ভোট হবে। এই কেন্দ্ৰগুলি হচ্ছে করিমগঞ্জ,শিলচর,স্বশাসিত জেলা(ডিফু),মঙ্গলদৈ এবং নগাঁও। তৃতীয় দফায় রাজ্যে নির্বাচন হচ্ছে ২৩ এপ্ৰিল। ওইদিন রাজ্যের আরও চারটি কেন্দ্ৰে ভোট হচ্ছে। কেন্দ্ৰগুলি হলো ধুবড়ি,কোকরাঝাড়,বরপেটা ও গুয়াহাটি।

নির্বাচন বিভাগ,অসম-এর মতে,রাজ্যে সাকুল্যে ভোট কেন্দ্ৰ থাকছে ২৮,১৪৩টি।

এবার রঙালি বিহুর আগেই প্ৰথম দফার ভোট হয়ে যাবে। বাকি দুটো পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হবে বিহুর পরে। রাজ্যে ২০১৪ সালের লোকসভা নির্বাচনও তিন দফায় অনুষ্ঠিত হয়েছিল। সেবার রঙালি বিহুর আগে প্ৰথম দুদফার নির্বাচন হয়েছিল এবং শেষ দফার ভোট হয়েছিল বিহুর পর।

এবার প্ৰথম দফার নির্বাচনের জন্য মনোনয়নপত্ৰ দাখিলের শেষ তারিখ হচ্ছে ২৫ মার্চ। ২৬ মার্চ মনোনয়নগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে। ২৮ মার্চ হচ্ছে মনোনয়ন প্ৰত্যাহারের অন্তিম দিন। নির্বাচন হবে ১১ এপ্ৰিল।

অন্যদিকে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন ২৬ মার্চ। ২৭ মার্চ মনোনয়নগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে। ২৯ মার্চ মনোনয়ন প্ৰত্যাহারের শেষ দিন। রাজ্যে ১৮ এপ্ৰিল হছে দ্বিতীয় দফার ভোট।

অনুরূপ ভাবে তৃতীয় দফার নির্বাচনের জন্য মনোনয়নপত্ৰ দাখিলের অন্তিম তারিখ ৪এপ্ৰিল। ৫ এপ্ৰিল মনোনয়নপত্ৰ পরীক্ষা নিরীক্ষার কাজ চলবে। তৃতীয় দফার নির্বাচনের তারিখ ২৩ এপ্ৰিল। এবার রাজ্যে সর্বমোট ভোটার হচ্ছেন ২,১২,৪৭,৮৫৪ জন।

এরমধ্যে ১,১১,৩২,৭৮২ জন পুরুষ ও ১,০৬,২৭,৮২২ জন মহিলা ভোটার।

Next Story