গুয়াহাটিঃ বিজেপি নেতৃত্বাধীন অসম সরকারের শরিক অসম গণ পরিষদ(অগপ)ঐতিহাসিক অসম চুক্তির হুবহু রূপায়ণ করতে মঙ্গলবার কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের কাছে আর্জি জানিয়েছে। অগপ সভাপতি তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্ৰী অতুল বরা বলেছেন,অসম চুক্তির ষষ্ঠ দফা যেকোনও মূল্যে রূপায়ণ করা চাই। চুক্তির এই দফার স্থানীয় মানুষের রক্ষাকবচের কথা উল্লেখ করা হয়েছে। বরা বলেন,চুক্তি নিয়ে কোনওরকম আপসরফা অগপ মেনে নেবে না। চুক্তির ব্যাপারে কোনও রকমের রফায় যাওয়া অসম আন্দোলনে প্ৰাণাহুতি দেওয়া ৮৫৫ জন শহিদ ও রাজ্যের জনগণের প্ৰতি তাচ্ছিল্য করারই শামিল বলে গণ্য হবে-বলেন বরা।
Begin typing your search above and press return to search.