অসম চুক্তির ৬ নং শর্ত রূপায়ণে আসু ফের ত্ৰিপাক্ষিক কমিটি গঠনের দাবি জানালো

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থা (আসু)অসম চুক্তির ৬নং শর্ত সম্পর্কে সরকারের কাছে সুপারিশ পেশ করার জন্য একটি ত্ৰিপাক্ষিক কমিটি গঠন করতে কেন্দ্ৰীয় সরকারের কাছে দাবি জানিয়েছে। চুক্তির ওই শর্তটি অসমের খিলঞ্জিয়া মানুষের সাংবিধানিক রক্ষা কবচের চাবিকাঠি। ২০১৭ সালের এপ্ৰিলে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং, অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল ও আসুর তিন শীর্ষ নেতার ম মধ্যে ত্ৰিপাক্ষিক আলোচনায় প্ৰথমবার এই দাবি জানানো হয়েছিল।
এই আলোচনায় অসম চুক্তির ৬ নম্বর শর্ত রূপায়ণের জন্য সরকারকে চাপ দেওয়ার উদ্দেশ্যে একটা ত্ৰিপাক্ষিক কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ত্ৰিপাক্ষিক কমিটিতে আসু, কেন্দ্ৰ ও রাজ্য সরকারের ৩ জন করে প্ৰতিনিধি রাখার ব্যাপারেও। কিন্তু দেড় বছর পেরিয়ে য্যওয়ার পরও সরকার কমিটি গঠন করেনি। তাই কেন্দ্ৰের ওপর চাপ দিতে আসু ফের এই দাবি তুলেছে।
আসুর সাধারণ সম্পাদক লুরিনজ্যোতি গগৈ বলেছেন, অসমের খিলঞ্জিয়া মানুষের ভবিষ্যৎ তখনই সুরক্ষিত হবে যদি অসম চুক্তির ৬ ন্ং দফায় সন্নিবিষ্ট সাংবিধানিক রক্ষাকরচের বিষয়টি যথাযথভাবে রূপায়ণ করা হয়।