গুয়াহাটিঃ আজ রঙের উৎসব দোল। সারা দেশের সঙ্গে আজ অসমের বিভিন্ন স্থানে দোল পালিত হয়। রঙের উৎসবে মেতে উঠেন আবাল বৃদ্ধ,বণিতা সহ সমাজের সর্বস্তরের মানুষ। একে অপরকে আবিরে রাঙিয়ে দোল উৎসবের আনন্দ উপভোগ করেন।
সকাল থেকে মহানগরীর বিভিন্ন স্থানে অনেক দোকানের ঝাপ বন্ধ থাকতে দেখা গেছে। তবে শহরের ব্যস্ত পথ সহ অলিগলিতে রকমারি রঙের পসরা সাজিয়ে খদ্দের টেনেছেন একাংশ দোকানদার। লাল,নীল,হলুদ,সবুজ নানারকম রঙের বাহার দেখা গেছে বিপণিগুলিতে। মোদি,বিরাট কোহলি ও সলমন খানের আদলে মুখোশ ও টুপির কাটতিও ছিল বেশ ভালই। ছোট ছোট ছেলে মেয়েরা সকাল থেকে আবির খেলায় মেতে ওঠে।
অনেক গৃহস্থের বাড়িতে এদিন রাধা মাধবের পুজোরও আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্ৰান্তে দোল উৎসব পালনের খবর পাওয়া গিয়েছে। রাজ্যের বিভিন্ন সত্ৰে এদিন হরি নাম কীর্তনেরও আয়োজন করা হয়।