গুয়াহাটিঃ অসমের স্প্ৰিণ্ট্কুইন হিমা দাসকে ভারতের যুব অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে ইউএনআইসিইএফ(ইউনিসেফ)। ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ হিমা ও তার সমস্ত ফ্যান এবং অসমের গুণমুগ্ধদের কাছে একটা গৌরব ও গর্বের মুহূর্ত। কঠোর পরিশ্ৰম ও নিরলস চেষ্টার ফলে দেশের খেলোয়াড় ও তরুণদের কাছে হিমা আজ এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন। ধিং এক্সপ্ৰেস নামে পরিচিত হিমা দেশ ও বিশ্বের নতুন প্ৰজন্মের কাছে এক রোল মডেল। ইউনিসেফের যুব অ্যাম্বাসেডর হিসেবে সাক্ষরও করেছেন হিমা।
ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবে হিমা শিশুদের অধিকার ও প্ৰয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করবেন। শিশু,যুব প্ৰতিভাবানদের নেতৃত্ব দিয়ে সমাজের বিকাশের লক্ষ্যেও কাজ করে যাবেন অসমের সোনার মেয়ে হিমা।
উল্লেখ্য,ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত অষ্টাদশ এশিয়ান গেমসে মহিলাদের ৪*৪০০ মিটার রিলেতে সোনা জেতা ছাড়াও দুটো রুপোর পদক জিতেছিলেন তিনি। এশিয়ান গেমসে তিনটি পদক অর্জনকারী প্ৰথম অসমিয়া হিমা। ইতিমধ্যেই কেন্দ্ৰীয় ক্ৰীড়া মন্ত্ৰক তাঁকে অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করেছে।