এশিয়ান গেমসে উজ্জ্বল পারফরম্যান্সের পর ভারতের এক কিশোর শুটার বিশ্বের ক্ৰীড়াঙ্গনে আবার ঝলসে উঠলো। ১৬ বছরের কিশোর শুটার হৃদয় হাজরিকা শুক্ৰবার কোরিয়ার চাংওনে মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন(আইএসএসএফ)চ্যাম্পিয়নশিপে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলস ইভেন্টে সফল হয়।
হৃদয় এবং ইরানের মহম্মদ আমির নিকৌনাম পুরুষদের ফাইনালে প্ৰথমে ২৫০.১ পয়েণ্টে টাই করে। উভয় শুটারই মাত্ৰ ০.১ পয়েণ্টের জন্য বিশ্ব রেকর্ড টপকাতে পারেনি। এরপর ফাইনাল শুট অফে মাত্ৰ ০.১ পয়েণ্ট হৃদয় জয়ী হয়। হাজরিকা ১০.৩ পয়েণ্ট সংগ্ৰহ করে। নিকৌনামের শুটিং পয়েণ্ট ১০.২।