আইসিসির চিফ এগজিকিউটিভ হচ্ছেন ভারতের মনু সোহানে

আইসিসির চিফ এগজিকিউটিভ হচ্ছেন ভারতের মনু সোহানে

আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কমিটির নতুন সিইও হচ্ছেন ভারতের মনু সোহানে। দক্ষিণ আফ্রিকার ডেভ রিচার্ডসনের জায়গায় আসছেন তিনি। দু’দিনের ইন্টারভিউর পর তাঁকে বেছে নিয়েছে কমিটি। সিঙ্গাপুর স্পোর্টস হাবের প্রাক্তন সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর অফ স্টার স্পোর্টস মনু শাহনিই পরের মাসেই আইসিসি-তে যোগ দেবেন। তবে নিজের দায়িত্ব সামলাবেন ২০১৯-য়ের বিশ্বকাপের পর জুলাইতে।আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের প্রেস রিলিজ অনুযায়ী, “আমি খুব খুশি মনুর নিয়োগ নিয়ে। ওঁর কাছে বাণিজ্যিক দিক দিয়ে ২২ বছরের অভিজ্ঞতা আছে।

যা আগামী দিনে আইসিসিকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আমরা সারা বিশ্বজুড়ে আবেদনকারীদের মধ্যে থেকে মনুকে বেছেছি। মনু বাকিদের সরিয়ে উঠে এসেছেন। স্পোর্টস এবং ব্রডকাস্টিংয়ে তিনি প্রচুর সুফল পেয়েছেন। ওঁর চিন্তভাবনা খুব ভালো। আমরা সবাই মিলে ওঁকে নিযুক্ত করেছি। আমরা সবাই অপেক্ষার রয়েছি ওঁর সঙ্গে কাজ করতে”।দায়িত্ব পেয়ে সোহানে জানান, “এটা খুব সম্মানের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সিইওর দায়িত্ব পাওয়া। ক্রিকেটে সারা বিশ্বজুড়ে প্রচুর সমর্থক। আমি আইসিসিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি বাকি মেম্বারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি”।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com