Begin typing your search above and press return to search.

আগামি ৪৮ ঘণ্টার বিশ্ব ইন্টারনেট ব্যবস্থায় অচলাবস্থা দেখা দিতে পারে

আগামি ৪৮ ঘণ্টার বিশ্ব ইন্টারনেট ব্যবস্থায় অচলাবস্থা দেখা দিতে পারে

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  12 Oct 2018 10:47 AM GMT

আগামি ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা ব্যাপকভাবে নেটওয়র্ক সমস্যার মুখে পড়তে পারেন। আগামি ৪৮ ঘণ্টার মধ্যে মূল ডোমেন সার্ভার অকেজো হতে পারে এবং সেইহেতু নিয়মিত পরিচর্যার জন্য নেটওয়র্ক বিভ্ৰাট দেখা দিতে পারে। রাশিয়ার এক রিপোর্টে আজ বলা হয়েছে,মেইন ডোমেন সার্ভার এবং এরসঙ্গে সস্পৃক্ত আনুষঙ্গিক নেটওয়র্ক পরিকাঠামো কিছু সময়ের জন্য ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরফলে বিশ্বের নেটওয়র্ক ব্যবহারকারীরা নেটওয়র্ক সংযোগের ক্ষেত্ৰে সমস্যার মুখে পড়তে পারেন। ইন্টারনেট কর্পোরেশন অফ অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বার্স(আইসিএএনএন)আগামি ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টি দেখাশোনার কাজ করবে। আইসিএএনএন বলেছে,ক্ৰাইপোটোগ্ৰাফিক কি পাল্টানোর প্ৰয়োজনে নেটওয়র্ক সমস্যা দেখা দিতে পারে। ইন্টারনেট অ্যাডরেস বুক অথবা ডোমেন নেম সিস্টেম(ডিএনএস)-এর সুরক্ষায় সহায়ক হবে ক্ৰাইপোটোগ্ৰাফিক কি পাল্টানো। সাইবার অপরাধ প্ৰতিরোধেই এই প্ৰয়োজন দেখা দিয়েছে।

Next Story