গুয়াহাটিঃ কামরূপ জেলার আগিয়াথুরিতে স্টেট ব্যাংক অন ইন্ডিয়ার দদরা শাখার একজন মহিলা আধিকারিক মঙ্গলবার সন্ধ্যায় দুষ্কৃতীর গুলিতে নিহত হন। নিহত মহিলাকে জুনু শর্মা নামে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জুনু শর্মা গুয়াহাটি আসার পথে আগিয়াথুরিতে মোটর সাইকেলে আসা দুই দুষ্কৃতী খুব কাছে থেকেই তাঁকে গুলি করে। গুলিবিদ্ধ মহিলাকে সঙ্গে সঙ্গে কাছেই থাকা নারায়ণ হৃদয়ালয় হাসপাতালে নেওয়া হলেও তাঁকে মৃত ঘোষণা করা হয়। মহিলা আধিকারিক তাঁর ইয়ন গাড়িতে(এএস-০১-এজি-৬৮৬৯)চেপে বেরিয়েছিলেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাঁর গাড়ির চালককে তুলে নিয়ে গেছে।
Begin typing your search above and press return to search.