আগ্ৰাঃ বাঁদরের কামড়ে মারা গেলেন ৫৯ বছর বয়সী এক মহিলা। আগ্ৰার শহরতলি এলাকার একটি গ্ৰামে ঘটেছে এই ঘটনা। পুলিশ বৃহস্পতিবার এখবর জানিয়েছে। নিহত মহিলার নাম ভুরান দেবী। খাগারাউল গ্ৰামের বাসিন্দা মহিলাটি বুধবার রাতে ঘর থেকে বাইরে পা রাখার পর এক ঝাঁক বাঁদর তাঁর ওপর হুমড়ি খেয়ে পড়ে। বাঁদরের অজস্ৰ কামড়ে মহিলাটির শরীর থেকে রক্তধারা বইতে শুরু করে। ওই অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা মহিলাটিকে মৃত ঘোষণা করেন। এর আগে গত সোমবার শহরের কাচহারা এলাকায় এধরনের একটি ঘটনায় একটি নবজাতকের মৃত্যু হয়। ওই এলাকায় বাঁদর ১২ দিনের ওই নবজাত শিশুকে তাঁর মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে যায়। বাঁদরের মুখ থেকে শিশুটিকে ফিরে পেলেও তাকে বাঁচানো যায়নি। এই ঘটনার পরপরই আগ্ৰায় বাঁদরের বাদরামির শিকার হতে হলো এই মহিলাকে।
Begin typing your search above and press return to search.