‘আঞ্চলিকতাবাদ এখনও প্ৰাসঙ্গিক এবং একমাত্ৰ আঞ্চলিক দলই অসমের সমস্যা দিল্লিতে তুলে ধরতে পারে’।বৃহস্পতিবার অসম গণ-পরিষদ(অগপ)দল একথা উল্লেখ করেছে।বিদেশি বিতাড়নে ছবছর আন্দোলন করার পর ১৯৮৫ সালে রাজ্যের ক্ষমতায় এসেছিল অগপ। বর্তমানে রাজ্যে বিজেপি সরকারের শরিক তারা।দলের সভাপতি অতুল বরা বৃহস্পতিবার নলবাড়িতে নাগরিকত্ব বিল নিয়ে কেন্দ্ৰের প্ৰস্তাবের বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন।তিনি বলেন,অসমের পরিবর্তিত সামাজিক,রাজনৈতিক চালচিত্ৰের প্ৰেক্ষিতে আঞ্চলিক রাজনীতি ফের প্ৰাসঙ্গিক হয়ে পড়েছে।নাগরিক বিলের বিরুদ্ধে দলের শঙ্খনাদ সমাবেশে সহস্ৰাধিক মানুষ অংশ নেন।
Begin typing your search above and press return to search.