আবসুকে বোড়ো সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস রাজনাথের

নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং সোমবার বলেছেন তাঁর সরকার দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বোড়ো সমস্যার একটা গ্ৰহণযোগ্য সমাধান সূত্ৰ খুঁজে বের করবে,যাতে ওই অঞ্চলে স্থায়ী শান্তি ফিরে আসে। নয়াদিল্লিতে বোড়ো ইস্যু নিয়ে এক ত্ৰিপাক্ষিক আলোচনায় এই আশ্বাস দিয়ে রাজনাথ নিখিল বোড়ো ছাত্ৰ সংস্থা(আবসু)এবং পিজেএসিবিএম-এর প্ৰতিনিধিদের বলেছেন,আবসুর উত্থাপিত বিভিন্ন দাবি সম্পর্কে তিনি অসম সরকার এবং সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে কথা বলবেন।
‘সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে শলা পরামর্শের পর স্বরাষ্ট্ৰমন্ত্ৰক আগামি ডিসেম্বর ফের আমাদের ডাকবে’-বলেন আবসু নেতা ক্ৰমদাত্ত ওয়ারি। ত্ৰিপাক্ষিক আলোচনায় আবসু প্ৰতিনিধিদলের নেতৃত্ব দেন ছাত্ৰ সংগঠনটির সভাপতি প্ৰমোদ বোড়ো।
‘আগামি বছর অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের আগেই বোড়ো সমস্যা সমাধানের দাবি জানিয়েছি আমরা। উপজাতিদের জমির অধিকার,সংস্কৃতি এবং অস্তিত্ব রক্ষা ইত্যাদি বিষয় নিয়ে আমরা পুঙ্খনাপুঙ্খ আলোচনা করেছি এবং স্বরাষ্ট্ৰমন্ত্ৰী প্ৰয়োজনীয় সব ব্যবস্থা গ্ৰহণের আশ্বাস দিয়েছেন’-বলেন বোড়ো। বোড়ো নেতারা পৃথক বোড়োল্যান্ড রাজ্য গঠনের দাবিটিও ফের উত্থাপন করেছেন।
‘অসম এবং কার্বি আংলং ও ডিমা হাসাও জেলায় বসবাসকারী বোড়োদের তফশিলি উপজাতি(হিলস)মর্যাদা দেওয়ার দাবিটিও আমরা ফের উত্থাপন করেছি। আমরা চাই বিটিসি চুক্তির ৮ নম্বর শর্তের যথাযথ রূপায়ণ’-বলেন আবসু সভাপতি।
বোড়ো প্ৰতিনিধি দলে শামিল ছিলেন দুজন প্ৰাক্তন সাংসদ ইউ জি ব্ৰহ্ম এবং এস কে বিষমুথিয়ারি। ত্ৰিপাক্ষিক বৈঠকে পিজেএসিবিএম-এর পক্ষে প্ৰতিনিধিত্ব করেন রাকেশ বোড়ো এবং গরজাম মুসাহারি। কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰসচিব রাজীব গৌবা,আইবি-র ডিরেক্টর তথা যুগ্ম সচিব(উত্তর পূর্ব)সত্যেন্দ্ৰ গার্গ কেন্দ্ৰের পক্ষে প্ৰতিনিধিত্ব করেন। রাজ্য সরকারের পক্ষে আলোচনায় শামিল ছিলেন অতিরিক্ত মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ,ডিজিপি(এসবি)পল্লব ভট্টাচার্য,প্ৰধান সচিব এলএস চাংসন এবং আইজিপি হিরেন নাথ। আবসু ইউনিয়ন টেরিটোরিয়াল কাউন্সিল ইস্যু নিয়ে আলোচনা করার যে রিপোর্ট একাংশ প্ৰচার মাধ্যমে প্ৰকাশিত হয়েছে আবসু সভাপতি তা সরাসরি অস্বীকার করেছেন।