Begin typing your search above and press return to search.
আমরা প্ৰস্তুত,৩০ জুলাই নির্ধারিত দিনেই এনআরসি-র খসড়া প্ৰকাশ করা হচ্ছেঃ হাজেলা

গুয়াহাটিঃ প্ৰায় ৩ বছর ১১ মাস টানা অক্লান্ত প্ৰয়াসের পর জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)চূড়ান্ত খসড়া এখন প্ৰকাশের জন্য প্ৰস্তুত। ৩০ জুলাইয়ের নির্ধারিত দিনেই প্ৰকাশ হচ্ছে খসড়া। এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলা সেন্টিনেলকে বলেন,আমরা প্ৰস্তুত,পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত দিনেই খসড়া প্ৰকাশ পাচ্ছে।
এখন মুদ্ৰণ প্ৰক্ৰিয়া চলছে। মুদ্ৰিত কপিগুলি এনআরসি সেবা কেন্দ্ৰগুলিতে ঝুলিয়ে দেওয়া হবে, জনগণের দেখার জন্য। আবেদনকারীরা সকাল ১০টা থেকে বিকেল ৪টে অবধি বিস্তারিত দেখতে পারবেন। বিস্তারিত তথ্যে আবেদনকারীর নাম,ঠিকানা ও ছবি থাকবে।
হাজেলা আরও বলেন,খসড়া থেকে কোনও ভারতীয়র নাম বাদ পড়বে না। তবে খসড়ায় ঠাঁই পাচ্ছে না কোনও বিদেশির নাম। ৭১ সালের ২৫ মার্চের আগে থেকে যারা অসমে বাস করছেন সেইসব ভারতীয়র নাম খসড়ায় থাকবে।
Next Story