Begin typing your search above and press return to search.

আসুকে নিয়ে কোনও রাজনীতি নয়,রাজনৈতিক দলগুলিকে সতর্ক করলেন সমুজ্জ্বল

আসুকে নিয়ে কোনও রাজনীতি নয়,রাজনৈতিক দলগুলিকে সতর্ক করলেন সমুজ্জ্বল

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  28 March 2019 7:37 AM GMT

গুয়াহাটিঃ সারা অসম ছাত্ৰ সংস্থাকে(আসু)নিয়ে কোনওরকম রাজনীতি না করতে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করে দিয়েছে ছাত্ৰ সংগঠনটি। বুধবার দ্য সেন্টিনেল-এর সঙ্গে কথা বলতে গিয়ে আসুর মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বলেন,সাম্প্ৰতিক অতীতে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ব্যাপারে অনুরোধ জানানোর জন্য আসু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিল। কিন্তু এই বিষয়টি নিয়ে কোনও দল রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেনি।

প্ৰত্যেকেই এটা ভাল করে জানেন যে আসু একটা অরাজনৈতিক সংগঠন। আর এই চরিত্ৰ অক্ষুণ্ণ রাখতে সংগঠন দৃঢ়প্ৰতিজ্ঞ। কিন্তু সম্প্ৰতি কংগ্ৰেসের একটা বিবৃতি এমন একটা ধারণার জন্ম দিয়েছে যে আসু এবার কংগ্ৰেসকে সমর্থন করতে যাচ্ছে। কংগ্ৰেসের ওই বিবৃতির বিরুদ্ধে পরোক্ষভাবে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করতে গিয়ে সমুজ্জ্বল বুধবার এই বিবৃতি দেন। ভট্টাচার্য আরও বলেন,নাগরিকত্ব(সংশোধনী)বিল সম্পর্কে বিজেপি তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে। দলটি বলেছে,যদি তারা ক্ষমতায় ফেরে তাহলে আবার বিলটি আনবে। তাই এখন জনগণকেই এটা ঠিক করতে হবে যে তাঁরা কাকে ভোট দেবেন। গণতন্ত্ৰে জনরায় যে দলের পক্ষে যাবে স্বাভাবিকভাবে ক্ষমতার মসনদে তারাই বসবে।

Next Story
সংবাদ শিরোনাম