আয়কর রিটার্নের চরম সময় ৩১ আগস্ট পর্যন্ত সম্প্ৰসারিত

আয়কর রিটার্নের চরম সময় ৩১ আগস্ট পর্যন্ত সম্প্ৰসারিত
Published on

আয়কর রিটার্নের চরম সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার বৃহস্পতিবার একথা ঘোষণা করেছে।

অর্থমন্ত্ৰী টুইট করে বলেছেন ‘বিষয়টি বিবেচনা করে সেন্ট্ৰাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স(সিবিটিডি)আয়কর রিটার্নের সময় ২০১৮-র ৩১ জুলাই থেকে একমাস বাড়িয়ে ২০১৮-র ৩১ আগস্ট করা হয়েছে।

৩১ আগস্টের নতুন সময়সীমার পর যারা কর আদায় দেবেন তাদের ন্যূনতম ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুণতে হবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com