Begin typing your search above and press return to search.

আয়কর রিটার্নের চরম সময় ৩১ আগস্ট পর্যন্ত সম্প্ৰসারিত

আয়কর রিটার্নের চরম সময় ৩১ আগস্ট পর্যন্ত সম্প্ৰসারিত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 July 2018 5:30 PM GMT

আয়কর রিটার্নের চরম সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার বৃহস্পতিবার একথা ঘোষণা করেছে।

অর্থমন্ত্ৰী টুইট করে বলেছেন ‘বিষয়টি বিবেচনা করে সেন্ট্ৰাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স(সিবিটিডি)আয়কর রিটার্নের সময় ২০১৮-র ৩১ জুলাই থেকে একমাস বাড়িয়ে ২০১৮-র ৩১ আগস্ট করা হয়েছে।

৩১ আগস্টের নতুন সময়সীমার পর যারা কর আদায় দেবেন তাদের ন্যূনতম ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুণতে হবে।

Next Story