নয়াদিল্লিঃ ইনসলভেন্সি,ব্যাঙ্করাপসি অর্ডিন্যান্স সংস্কারে সায় দিলেন রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ। যারা বাড়ি কিনবেন তাদের আর্থিক ঋণদাতা হিসেবে ধরা হবে অর্ডিন্যান্সে। আবাসন সংস্থা দেউলিয়া হলে সম্পত্তির ক্ষেত্ৰে বাড়ির মালিকের কথা শোনা ছাড়াও বিক্ৰি করা অর্থের অংশও দিতে হবে।
ইনসলভেন্সি,ব্যাঙ্করাপসি অর্ডিন্যান্স সংস্কারে রাষ্ট্ৰপতির সম্মতি

Next Story