ইন্দোনেশিয়ার একটি যাত্ৰীবাহী বোয়িং বিমান লায়ন এয়ার আজ রাজধানী জাকার্তা বিমানবন্দর থেকে আকাশে ওড়ার কিছুক্ষণ পরই সমুদ্ৰে ভেঙে পড়ে। বিমানে ১৮৮ জন আরোহী ছিলেন। বিমানটি সু্মাত্ৰার বাংকা বেলতাং দ্বীপের প্ৰধান শহর পাংকাল পিনাঙের উদ্দেশে উড়ান দিয়েছিল। আকাশে ওড়ার ১৩ মিনিট পর বিমানটি নিয়ন্ত্ৰণ হারিয়ে ফেলে এবং গ্ৰাউন্ড স্টাফের সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষবার অভিশপ্ত বিমানটিকে সমুদ্ৰ পাড়ি দিতে দেখা গিয়েছিল। ৭৩৭ ম্যাক্স ৮ একটি নতুন ধরনের বিমান। স্থানীয় সময় সোমবার সকাল ৬-২০ মিনিটে ইন্দোনেশিয়ার রাজধানী শহর জাকার্তা বিমানবন্দর থেকে বিমানটি গন্তব্যের উদ্দেশে আকাশে ওড়ে। বিমানটি যে ভেঙে পড়েছে সেটা নিশ্চিত। এজেন্সির মুখপাত্ৰ ইযুসুফ লতিফ বলেন ‘বিমানটি ভেঙে পড়ার খবরটি নিশ্চিত’। বিমান ভেঙে পড়ার আরও খবর দিয়ে পারটমিনা স্টেটসের স্টেট এনার্জি ফার্মের একজন কর্মকর্তা বলেন,জাভা সাগরের উপকূলে যে ধ্বংসস্তূপ দেখা গেছে সেটি অভিশপ্ত বিমানটির বলে সন্দেহ করা হচ্ছে। তিনি বলেন,বিমান আরোহীদের কেউ বেঁচে আছেন কিনা আমরা এখনও পর্যন্ত তা জানতে পারিনি। লায়ন এয়ার গ্ৰুপের চিফ এগজিকিউটিভ এডওয়ার্ড শিরায়েত বলেন ‘আমরা সমস্ত তথ্য ও ডাটা সংগ্ৰহের চেষ্টা করছি’।
ইন্দোনেশিয়ার বিমান ভেঙে সাগরে,১৮৮ জন যাত্ৰীর বেঁচে থাকা নিয়ে সন্দেহ

Next Story