মিজোরামের জেরিমি লালরিনানগা ইয়ুথ অলিম্পিকে পুরুষদের ভারোত্তোলনের ৬২ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে ইতিহাস গড়লো। পুরুষদের এই ক্যাটেগরিতে সর্বোচ্চ সম্মান পেলো জেরিমি। আইজলের ১৫ বছর বয়সী জেরিমি ওয়ার্ল্ড ইয়ুথ চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিল। সোমবার রাতে বুয়েনস এয়ার্সে অনুষ্ঠিত ইয়ুথ অলিম্পিকে জেরিমি মোট ২৭৪ কেজি(১২৪ কেজি+১৫০ কেজি)ভারোত্তোলন করে শীর্ষস্থান দখল করে। এই বিভাগে রুপো জিতেছে তুরস্কের টপটাস ক্যানার। ক্যানার মোট ভারোত্তোলন করেছে ২৬৩ কেজি(১২২ কেজি+১৪১ কেজি)। কলোম্বিয়ার ভিলার এস্টিভেন জোস মোট ২৬০ কেজি উত্তোলন করে ব্ৰোঞ্জ জিতে নেয়।
Begin typing your search above and press return to search.