Begin typing your search above and press return to search.
উঃপূর্বের ৪৩টি প্ৰকল্পে রেল ৯ হাজার কোটি টাকা ব্যয় করবেঃ রাজেন

আগরতলাঃ উত্তরপূর্ব ভারতের সীমান্ত এবং দেশের অন্যান্য প্ৰান্তের সঙ্গে যোগাযোগ সম্প্ৰসারণে ৯ হাজার কোটি টাকার প্ৰকল্প রূপায়ণ করছে রেলমন্ত্ৰক। রেল প্ৰতিমন্ত্ৰী রাজেন গোঁহাই মঙ্গলবার আগরতলা বেঙ্গালুরুর মধ্যে দ্বিসাপ্তাহিক হামসফর এক্সপ্ৰেসের ফ্ল্যাগঅফ করে একথা বলেন।
Next Story