ওয়াশিংটনঃ বিশ্বে বিশুদ্ধ জলের পরিমাণ হ্ৰাস পাওয়া দেশগুলোর মধ্যে ভারতও একটি। উত্তর ও পূর্ব ভারত সহ বেশকটি দেশে জল সম্পদের যথেচ্ছ ব্যবহারই এমন পরিস্থিতির কারণ। নাসার সমীক্ষায় এই তথ্য প্ৰকাশ করা হয়। প্ৰকাশ,বিশ্বের জলাশয়গুলাতে জল কমছে এবং শুষ্ক এলাকা আরও শুষ্ক হচ্ছে।
Begin typing your search above and press return to search.