Begin typing your search above and press return to search.

উত্তর পুর্বাঞ্চলে বৃষ্টিপাতে ঘাটতির পরিমাণ ২৭ শতাংশ

উত্তর পুর্বাঞ্চলে বৃষ্টিপাতে ঘাটতির পরিমাণ ২৭ শতাংশ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  4 Sep 2018 8:12 AM GMT

উত্তর পূর্বাঞ্চলের আট পাহাড়ি রাজ্যে এবার মৌসুমি বায়ুর চার মাসের মধ্যে প্ৰথম তিন মাসে বৃষ্টিপাতের পরিমাণে ২৭ শতাংশ ঘাটতি দেখা গেছে। আবহাওয়া বিভাগের এক সরকারি রিপোর্টে সোমবার একথা জানানো হয়। উত্তর পূর্বাঞ্চলের আট রাজ্যকে চারটি আবহাওয়া সাব ডিভিশনে বিভক্ত করা হয়েছে। আইএএনএস-এর হাতে আসা আইএমডি-র এক সরকারি রিপোর্টে বলা হয়েছে,বৃষ্টির মরশুমের প্ৰথম তিন মাসে(জুন থেকে আগস্ট)নাগাল্যান্ড,মণিপুর,মিজোরাম ও ত্ৰিপুরা সাব-ডিভিশনে ১০১৩.১ এমএম(প্ৰকৃত)বৃষ্টিপাত হয়েছে গড় বৃষ্টিপাত ১,২২৭.৯ এমএম-এর বিপরীতে।

এই ক্ষেত্ৰে মরশুমি বৃষ্টিপাতে ঘাটতির পরিমাণ ১৭ শতাংশ। তবে আইএমডি-র স্ট্যান্ডার্ড অনুযায়ী এই পরিমাণ বৃষ্টিপাত স্বাভাবিক বলে বর্ণনা করা যেতে পারে। অরুণাচল প্ৰদেশে বৃষ্টিপাতে ঘাটতির পরিমাণ সর্বোচ্চ ৩৫ শতাংশ। স্বাভাবিক গড় বৃষ্টি ১৪১২.৯ এমএম-এর বিপরীতে অরুণাচলে বৃষ্টি হয়েছে ৯২১.৬ এমএম। অসম এবং মেঘালয়ে বৃষ্টিপাতে ঘাটতি ২৯ শতাংশ। স্বাভাবিক গড় বৃষ্টিপাত ১৪৮৬.৮ এমএম-এর বিপরীতে এই দুই রাজ্যে বৃষ্টিপাত হয়েছে(প্ৰকৃত)১০৪৮.২ এমএম।

Next Story