উত্তর পূর্বাঞ্চলের জাতীয় সড়ক প্ৰকল্পগুলি পর্যালোচনা করলেন গাড়করি

শিলং: উত্তর পূর্বাঞ্চলে ভূতল,বিমান পরিবহণ ও জলপথ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কেন্দ্ৰীয় সরকার উচ্চ অগ্ৰাধিকার দিচ্ছে। কেন্দ্ৰ ব্ৰহ্মপুত্ৰ নদ দিয়ে জলপথ উন্নয়নের বিষয়টিকে বিকল্প ব্যবস্থা হিসেবে বিবেচনা করছে। এই সব প্ৰকল্পের উদ্দেশ্যে কেন্দ্ৰ উত্তর পূর্বাঞ্চলে ১.৫০ লক্ষ কোটি টাকা বরাদ্দ করবে। কেন্দ্ৰীয় ভূতল পরিবহণ,জলসম্পদ,নদী উন্নয়ন দপ্তরের মন্ত্ৰী নীতিন গাড়করি জোয়াই-রাতাছড়া সেকশনে(মেঘালয়-অসম সীমান্ত)মধ্যে বর্তমানে থাকা দুই লেনযুক্ত ০৬ নং জাতীয় সড়কের নতুন করে নির্মিত অংশটি রাষ্ট্ৰের উদ্দেশে উৎসর্গ করে কথাগুলি বলেন।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া(এনএইচএআই)৬৮৩ কোটি টাকা ব্যয়ে ১০২ কিলোমিটার দীর্ঘ এই পথটি নির্মাণ করেছে। শিলঙে জাতীয় সড়ক সম্পর্কে পর্যালোচনার জন্য আয়োজিত এক সভায় গাড়করি বলেন,উত্তর পূর্বাঞ্চলের পরিকাঠামো বিশেষ করে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেন্দ্ৰ সর্বোচ্চ অগ্ৰাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর কারণ হলো সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত বলে সমৃদ্ধির পথ খুলে যাবে। এছাড়াও অন্যান্য দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্ৰ হচ্ছে শিল্প ও কৃষি।
গাড়করি সন্তোষ ব্যক্ত করে বলেন নরেন্দ্ৰ মোদি প্ৰধানমন্ত্ৰীর দায়িত্ব গ্ৰহণ করার পর থেকেই তিনি উত্তর পূর্বকে সবচেয়ে বেশি অগ্ৰাধিকার দিয়ে আসছেন। কেন্দ্ৰীয় মন্ত্ৰী আরও উল্লেখ করেন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য আরও কিছু বড় ধরনের প্ৰকল্পের কথা ভাবা হচ্ছে। ‘আমরা এই অঞ্চলের প্ৰকল্পগুলির জন্য ১.৫০ লক্ষ কোটি টাকা ব্যয় করবো’-বলেন গাড়করি। তিনি রাজ্য সরকারগুলিকে নিয়োগের সু্যোগ সুবিধা বৃদ্ধি করার ওপরও গুরুত্ব দেন। সভায় মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমা,অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল, অরুণাচলের মুখ্যমন্ত্ৰী পেমা খান্ডু এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।