Begin typing your search above and press return to search.

উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যে এনআরসি রূপায়ণে স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর কাছে আর্জি নেসোর

উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যে এনআরসি রূপায়ণে স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর কাছে আর্জি নেসোর

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  11 Oct 2018 7:11 AM GMT

নয়াদিল্লিঃ গোটা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে জাতীয় নাগরিকপঞ্জি(এনআরসি)রূপায়ণের জন্য বুধবার স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের কাছে আর্জি জানিয়েছে উত্তর পূব ছাত্ৰ সংগঠন(নেসো)। একই সঙ্গে নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৬ প্ৰত্যাহার সহ মোট আটটি দাবি উত্থাপন করেছেন সংগঠনের প্ৰতিনিধিরা। প্ৰতিনিধিদলটি নয়াদিল্লিতে স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী কিরেন রিজিজুর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করে বিতর্কিত নাগরিক বিলের বিরুদ্ধে তাদের প্ৰতিবাদ সাব্যস্ত করেন। ‘আমরা উত্তর পূর্বাঞ্চলের মোট আটটি জ্বলন্ত ইস্যুর ওপর আলোকপাত করেছি’-দ্য সেন্টিনেলকে একথা বলেন সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)সভাপতি দীপাঙ্ক কুমার নাথ। তিনি আরও বলেন,বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্ৰবেশ সমস্যার সমাধানে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যে এনআরসি নবায়নের জন্য আমরা কেন্দ্ৰীয় সরকারের কাছে দাবি জানিয়েছে। পাহাড় ঘেরা উত্তর পূর্বাঞ্চলের আটটি জ্বলন্ত ইস্যুর ওপর আলোকপাত করে কেন্দ্ৰীয় সরকারের কাছে একটি স্মারকপত্ৰও দাখিল করেছে নেসো। প্ৰতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য। সীমান্ত পার থেকে অবৈধ অনুপ্ৰবেশ রোখার জন্য কঠোর পদক্ষেপ নিতে ভট্টাচার্য কেন্দ্ৰের কাছে দাবি জানান। উত্তর পূর্বের আটটি বিভিন্ন ছাত্ৰ সংগঠনের ১৫ জন সদস্য প্ৰতিনিধিদলে শামিল ছিলেন। ব্ৰহ্মপুত্ৰ দূষণ,উত্তর পূর্বের উপর্যুপরি বন্যাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করারও দাবি জানিয়েছে তারা।

Next Story
সংবাদ শিরোনাম