Begin typing your search above and press return to search.
উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতে ঘাটতি,খরার আশঙ্কা

গুয়াহাটিঃ রাজ্যে প্ৰচণ্ড দাবদাহ চলছে। বৃষ্টির লক্ষণই নেই। উত্তর পূর্বাঞ্চলের মানুষের ধারণা,দাবদাহের এই প্ৰবণতা চললে খরার আশঙ্কা অমূলক নয়। উত্তরপুবের অধিকাংশ রাজ্যে বৃষ্টি একেবারেই কম হচ্ছে। ভারতীয় মেটরোলজিক্যাল বিভাগের(আইএমডি)এক রিপোর্টে বলা হয়েছে উত্তর পূর্বে বৃষ্টিপাতে ২৭ শতাংশ ঘাটতি দেখা যাচ্ছে,যা ভারতের চারটি জোনের মধ্যে সবচেয়ে কম। উত্তর পূর্বে ১ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ সম্পর্কে আইএমডি-র রিপোর্ট বলা হয়েছে,মণিপুরে বৃষ্টিপাতে ৬৯ শতাংশ ঘাটতি দেখা গেছে। নাগাল্যান্ড,অরুণাচল প্ৰদেশ,মেঘালয় ও অসমে বৃষ্টিপাতে ঘাটতির পরিমাণ হচ্ছে ক্ৰমে ৩৮,৩২,৪২ ও ২৬ শতাংশ।
Next Story