উত্তর-পূর্বের জন্য অন্তর্বর্তী বাজেটে বরাদ্দ বৃদ্ধি ২১ শতাংশ

নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় অর্থ দপ্তরের ভারপ্ৰাপ্ত মন্ত্ৰী পীযূষ গোয়েল শুক্ৰবার সংসদে ২০১৯-২০ সালের যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন তাতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির জন্য বরাদ্দের পরিমাণ ২১ শতাংশ বৃদ্ধির প্ৰস্তাব রাখা হয়েছে। সারা উত্তর পূর্বাঞ্চলের জন্য এবারের বাজেটে ৫৮,১৬৬ কোটি টাকার প্ৰস্তাব রাখা হয়েছে,যা ২০১৮-১৯-এর বাজেট বরাদ্দের চেয়ে ২১ শতাংশ বেশি। এই বরাদ্দ প্ৰস্তাবের ফলে উত্তর পূর্বাঞ্চলের মানুষ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্ৰে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন।
অরুণাচল প্ৰদেশকে সম্প্ৰতি বিমান পরিবহণ মানচিত্ৰে আনা হয়েছে। মেঘালয়,ত্ৰিপুরা ও মিজোরাম এই প্ৰথম ভারতের রেল মানচিত্ৰ আসছে-উল্লেখ করেন কেন্দ্ৰের কার্যনির্বাহী অর্থমন্ত্ৰী পী্যূষ গোয়েল। ব্ৰহ্মপুত্ৰ নদে নৌ চলাচল ব্যবস্থা উন্নত করে সরকার কনটেইনার কারগো মুভমেন্টের ব্যবস্থা করবে-বলেন গোয়েল। তিনি বলেন,বগিবিলে ব্ৰহ্মপুত্ৰের উপর রেল কাম সড়ক সেতুর নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এই সেতু নির্মাণ হওয়ায় অসম-অরুণাচল প্ৰদেশের দীর্ঘদিনের একটা সমস্যার সমাধান হওয়া ছাড়াও উভয় রাজ্যের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থার দ্বার খুলে দিয়েছে।
গোয়েল বলেন,উত্তর পূর্ব পরিষদের(এনইসি)জন্য ২০১৯-২০ সালে বাজেট বরাদ্দ বৃদ্ধি করে ৫৮০ কোটি টাকা করা হয়েছে। ২০১৮-১৯ সালের বাজেটে এনইসি খাতে বরাদ্দ ধার্য হয়েছিল ৩৮০ কোটি টাকা। উত্তর পূর্বাঞ্চলের কৃষির বিকাশে গোয়েল বিশেষ গুরুত্ব দিয়েছেন বাজেটে। এই অঞ্চলের কৃষি বিকাশে ১২,৯০১.২০ কোটি টাকা ধার্য করেছেন গোয়েল। উত্তরপূর্বের পথ পরিবহণ ও জাতীয় সড়কের বিকাশে কেন্দ্ৰীয় সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে।