Begin typing your search above and press return to search.

উত্তর পূর্বের ১০টি স্বশাসিত পর্ষদকে আরও ক্ষমতা দিচ্ছে কেন্দ্ৰ

উত্তর পূর্বের ১০টি স্বশাসিত পর্ষদকে আরও ক্ষমতা দিচ্ছে কেন্দ্ৰ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  25 Jan 2019 9:54 AM GMT

নয়াদিল্লিঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভা বুধবার সংবিধানের ষষ্ঠ ও ২৮০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়টিতে অনুমোদন জানিয়েছে। এই সংশোধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো,এরফলে অসম,মেঘালয়,মিজোরাম ও ত্ৰিপুরার স্বশাসিত জেলা পর্ষদগুলির আর্থিক সম্পদ ও প্ৰশাসনিক ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্ৰে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

একইসঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির উপজাতি মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্খা পূরণেরও সহায়ক হবে। কেন্দ্ৰীয় মন্ত্ৰিসভার গঠিত ফাইনেন্স কমিশন দশটি স্বশাসিত জেলা পর্ষদ এবং ষষ্ঠ তফশিল এলাকার গ্ৰাম ও পুর পর্ষদগুলিকে আর্থিক সম্পদ হস্তান্তরের সুপারিশ করেছে। এই সংশোধনে সব উপজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের কাজ হাতে নিতে স্থানীয় সরকারি প্ৰতিষ্ঠানগুলিকে পর্যাপ্ত তহবিল মঞ্জুর করারও প্ৰস্তাব রাখা হয়েছে। অসম,মেঘালয়,মিজোরাম ও ত্ৰিপুরায় রাজ্য ফাইনেন্স কমিশন গঠনেরও ব্যবস্থা রাখা হয়েছে এই সংশোধনে। পূর্ত বিভাগ,বন,জনস্বাস্থ্য কারিগরি,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ,নগর উন্নয়ন এবং খাদ্য ও অসামরিক সরবরাহ সহ অতিরিক্ত ৩০টি বিভাগ কার্বি আংলং স্বশাসিত আঞ্চলিক পর্ষদ(কেএএটিসি)এবং ডিমা হাসাও স্বশাসিত আঞ্চলিক পর্ষদকে হস্তান্তরের ব্যবস্থা রাখা হয়েছে সংশোধনে। এরফলে স্বশাসিত পর্ষদগুলি যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে। দৈনন্দিন শাসন ও উন্নয়নমূলক কার্যকলাপেও পর্ষদগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে।

অর্থনৈতিক উন্নয়নে পরিকল্পনা প্ৰস্তুতির ক্ষেত্ৰে গ্ৰাম পর্ষদগুলিকেও ক্ষমতা দেওয়া হবে। অসম,মিজোরাম ও ত্ৰিপুরার ষষ্ঠ তফশিলের অন্তর্ভুক্তি এলাকায় গ্ৰাম ও পুর পর্ষদের এক তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হবে। অসম,মেঘালয় ও ত্ৰিপুরার স্বশাসিত পর্ষদ,গ্ৰাম ও পুর পর্ষদের নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের(এসইসি)ব্যবস্থা থাকবে। তবে নির্বাচিত গ্ৰাম এবং পুর পর্ষদের ব্যবস্থা ও মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের আওতা থেকে মেঘালয়কে আপাতত সরিয়ে রাখা হয়েছে।

Next Story
সংবাদ শিরোনাম