ইম্ফলঃ উঃপূর্বাঞ্চলে ‘নিপা’ ভাইরাসে কেউ আক্ৰান্ত হওয়ার খবর নেই। জনৈক সরকারি কর্মকর্তা মঙ্গলবার একথা জানান। অঞ্চলটিতে এই মারণ রোগের উপস্থিতি সম্পর্কে সোসিয়েল মেডিয়ায় প্ৰচারিত খবর অস্বীকার করে মণিপুরর স্বাস্থ্য কর্মকর্তা কে রাজো বলেন,মেঘালয়ে এরোগ দেখা দেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন।