Begin typing your search above and press return to search.

উন্মত্ত জনতার হিংস্ৰতা ঠেকাতে সংসদকে আইন প্ৰণয়ন করতে বলল সুপ্ৰিমকোর্ট

উন্মত্ত জনতার হিংস্ৰতা ঠেকাতে সংসদকে আইন প্ৰণয়ন করতে বলল সুপ্ৰিমকোর্ট

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  18 July 2018 1:06 PM GMT

দেশের নানা স্থানে ছেলেধরা সন্দেহে একাংশ উন্মত্ত মানুষ যে হিংস্ৰতা চালাচ্ছে মঙ্গলবার তার নিন্দা করেছে সুপ্ৰিমকোর্ট। এধরনের অপরাধের মোকাবিলায় কোর্ট সংসদকে একটা আইন প্ৰণয়ন করতে বলেছে। কোর্টের মতে,আখছার এমনটা ঘটলে দেশের আইনি ব্যবস্থা হুমকির মুখে পড়বে এবং সামাজিক বুনোট ভেঙে যাবে। সন্দেহের বশে কোনও ব্যক্তির ওপর দলবদ্ধ হিংস্ৰতা আর চলতে দেওয়া যায় না। এধরনের অপরাধ ঠেকাতে কিছু প্ৰতিকারমূলক ব্যবস্থা গ্ৰহণের নির্দেশিকা ইস্যু করেছে কোর্ট। সুপ্ৰিমকোর্টের একটি বেঞ্চ বলেছে,আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারো নেই।

Next Story