Begin typing your search above and press return to search.

এআইইউডিএফ-এর সঙ্গে গাঁটছড়া বাঁধা নিয়ে কংগ্ৰেসকে তুলোধোনা বিজেপি-র

এআইইউডিএফ-এর সঙ্গে গাঁটছড়া বাঁধা নিয়ে কংগ্ৰেসকে তুলোধোনা বিজেপি-র

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  2 April 2019 7:18 AM GMT

গুয়াহাটিঃ আগামি ১১ এপ্ৰিল অনুষ্ঠেয় প্ৰথম দফার লোকসভা নির্বাচনের জন্য রাজ্যে প্ৰচার অভিযান ক্ৰমেই জোরদার হয়ে উঠছে। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল এবং অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা বিভিন্ন স্থানে দলীয় সমাবেশে মিত্ৰজোটের প্ৰার্থীদের হয়ে প্ৰচার চালাচ্ছেন। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল কলিয়াবর সংসদীয় আসনের এক্তিয়ারভুক্ত ধিং,সরুপথার এবং খুমটাইয়ে নির্বাচনী সভা করেছেন। ওদিকে শর্মা সোমবার লখিমপুর সংসদীয় কেন্দ্ৰের অধীন নাওবৈসা ও লখিমপুরে অনুরূপ নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। সোমবার দিনের প্ৰথমভাগে গুয়াহাটি লোকসভা কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী কুইন ওজা আমিনগাওঁয়ে জেলাশাসকের(গ্ৰামীণ)কার্যালয়ে মনোনয়নপত্ৰ জমা দেওয়ার সময় সোনোয়াল এবং শর্মা তাঁর সঙ্গেই ছিলেন। মনোনয়ন জমা দেওয়ার পর্ব ঢুকে যাওয়ার পর উভয় মন্ত্ৰী নিজেদের গন্তব্যে রওনা হয়ে যান। কলিয়াবর ও লখিমপুর সংসদীয় আসনে ১১ এপ্ৰিল প্ৰথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

মিত্ৰজোট অগপ দলের কলিয়াবর কেন্দ্ৰের প্ৰার্থী মণিমাধব মহন্তের সমর্থনে প্ৰচার চালাতে গিয়ে সোনোয়াল বলেন,কংগ্ৰেস গত ৭০ বছরে দেশের উন্নয়নে যে কাজ করতে পারেনি,বিজেপি মাত্ৰ পাঁচ বছরে তা করে দেখিয়েছে।

কংগ্ৰেসকে তুলোধোনা করে মুখ্যমন্ত্ৰী বলেন,‘কংগ্ৰেস মুখে সংখ্যালঘুদের কথা বলে,কিন্তু বাস্তবে তাদের জন্য কোনও কিছুই করেনি। সেইহেতু দেশের কাজ ত্বরান্বিত করতে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু প্ৰত্যেকেরই বিজেপি ও তার মিত্ৰজোটকে ভোট দিয়ে জয়যুক্ত করা উচিত,যাতে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্ৰ মোদির প্ৰধানমন্ত্ৰী হওয়ার পথ প্ৰশস্ত হয়’।

ওদিকে অন্য এক সমাবেশে শর্মা অগপ প্ৰার্থীদের প্ৰতি ভোটারদের সমর্থন কুড়োনোর চেষ্টা করেন। তিনি আরও বলেন,‘কংগ্ৰেস জমানায় সত্ৰের জমি বেদখল হয়েছিল। আমরা সেই জমিগুলি বিশেষ করে বরদোয়া ও পাটবাউসি সত্ৰের জমি জবরদখলের কবল থেকে মুক্ত করেছি’।

কংগ্ৰেসকে টার্গেট করে শর্মা বলেন,নিজের ছেলেকে সমর্থন করে তরুণ গগৈ দলের বারোটা বাজিয়েছেন। এখন আবার কংগ্ৰেস গোপনে এআইইউডিএফ-এর সঙ্গে গাঁটছড়াও বেঁধেছে। শুধু নিজের ছেলের স্বার্থেই গগৈ এমনটা করেছেন। তাঁর এই সিদ্ধান্ত নিশ্চিতভাবে অসমের মানুষের বিরুদ্ধেই যাবে’।

Next Story
সংবাদ শিরোনাম