নগাঁওঃ নগাঁওয়ের রামানুজ জুনিয়র কলেজের সম্প্ৰীতি রাজখোয়া এবার উচ্চ মাধ্যমিকে কলা শাখায় শীর্ষ স্থান দখল করে নগাঁওবাসীর জন্য গৌরব কুড়িয়ে এনেছেন। জুন রাজখোয়া ও লাভলি রাজখোয়ার কন্যা সম্প্ৰীতি জানান সোসিওলজি নিয়ে পড়বেন এবং ভবিষ্যতে সমাজসেবা ও লেখক হতে চান।
Begin typing your search above and press return to search.