Begin typing your search above and press return to search.

এনআরসিঃ দাবি ও আপত্তি নিয়ে ফের শুরু শুনানি

এনআরসিঃ দাবি ও আপত্তি নিয়ে ফের শুরু শুনানি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  27 April 2019 1:18 PM GMT

গুয়াহাটিঃ রাজ্যে লোকসভা নির্বাচন পর্ব ভালয় ভালয় কেটে যাওয়ার পর এখন রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য কাজকর্ম ফের জোর কদমে শুরু হয়েছে। চলতি বছরের ১০-২৪ এপ্ৰিল টানা ১৫ দিন ব্যাঘাতের পর এনআরসি-র দাবি ও ওজর আপত্তি নিয়ে শুনানিতে জড়িত স্টাফ ও কর্মীরা ২৫ এপ্ৰিল থেকে ফের নিজেদের কাজ শুরু করেছেন। লোকসভা নির্বাচন এবং রঙালি বিহুর জন্য গত ১০ থেকে ২৪ এপ্ৰিল পর্যন্ত এনআরসি-র দাবি ও ওজর আপত্তি নিয়ে শুনানির কাজ বন্ধ ছিল।

সুপ্ৰিমকোর্ট ইতিপূর্বে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে,চূড়ান্ত এনআরসি-র প্ৰকাশ কোনও পরিস্থিতিতেই যেন ২০১৯-এর ৩১ জুলাইকে ছাপিয়ে না যায়। তাই সর্বোচ্চ আদালতের বেঁধে দেওয়া সময় সীমার মধ্যে এনআরসি নবায়নের কাজ শেষ করতে উঠেপড়ে লেগেছেন এনআরসি কর্তৃপক্ষ।

সূত্ৰটির মতে,এনআরসি কর্তৃপক্ষ যদি একাজ জরুরি বলে মনে করে থাকেন তাহলে শুনানির কাজে গতি আনতে ও শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পূর্ণাঙ্গ এনআরসি প্ৰকাশে তাদের আরও কর্মী নিয়োগ করা প্ৰয়োজন।

বর্তমানে এনআরসি-র দাবি ও ওজর আপত্তি নিয়ে শুনানির কাজে ব্যস্ত রয়েছেন প্ৰায় ৩,৩০০ জন কর্মকর্তা। সূত্ৰটির মতে,এনআরসি কর্তৃপক্ষ দাবি ও ওজর আপত্তির শুনানির কাজ জুনের মাঝামাঝি শেষ করার লক্ষ্য স্থির করেছে। শুনানি শেষ হবার পর ডাটা এন্ট্ৰি,কোয়ালিটি চেকিং ইত্যাদির জন্য আরও এক থেকে দেড়মাস সময় লাগবে এনআরসি কর্তৃপক্ষের। গত ১০ এপ্ৰিল অবধি ৫০ শতাংশ শুনানির কাজ শেষ হয়েছে।

মোট ৩.২৯ কোটি মানুষ এনআরসিতে তাদের নাম অন্তর্ভুক্তির আবেদন করেছেন। এদের মধ্যে ৪০.০৭ লক্ষ লোকের নাম এনআরসির পূর্ণাঙ্গ খসড়ায় ওঠেনি। ৪০.০৭ লক্ষের মধ্যে ৩৬.২ লক্ষ নামছুট মানুষ তাদের যোগ্যতা তুলে ধরে এনআরসিতে নাম অন্তর্ভুক্তির ফের আবেদন জানিয়েছেন।

অন্যদিকে,প্ৰায় দুলক্ষ লোকের পূর্ণাঙ্গ খসড়ায় নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন আপত্তিকারীরা।

Next Story
সংবাদ শিরোনাম