Begin typing your search above and press return to search.

এনআরসিঃ দাবি ও ওজর আপত্তি জানানোর পালা শুরু হলো

এনআরসিঃ দাবি ও ওজর আপত্তি জানানোর পালা শুরু হলো

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 Sep 2018 8:18 AM GMT

গুয়াহাটিঃ সুপ্ৰিমকোর্টের নির্দেশিকার পরিপ্ৰেক্ষিতে জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়নে গুরুত্বপূর্ণ দাবি ও ওজর আপত্তি জানানোর পর্যায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে। জনগণকে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন এনআরসি সেবাকেন্দ্ৰে ফর্ম জমা দেওয়ার জন্য ভিড় জমাতে দেখা গেছে। শীর্ষ আদালতের নির্দেশিকা অনু্যায়ী দাবি ও ওজর আপত্তি দাখিলের প্ৰক্ৰিয়া লাগাতার ৬০ দিন পর্যন্ত চলবে।

এনআরসি-র সম্পূর্ণ খসড়ায় যাদের নাম বাদ গেছে তারা চূড়ান্ত এনআরসিতে নাম অন্তর্ভুক্তির ব্যাপারে তাদের যোগ্যতা সম্পর্কে নতুন করে দাবি জানাতে পারবেন। যদি কেউ মনে করেন যে কোনও অনুপযুক্ত ব্যক্তির নাম এনআরসি-র সম্পূর্ণ খসড়ায় ঠাঁই পেয়েছে তাহলে তিনি এনআরসি সেবাকেন্দ্ৰে আপত্তি জানাতে পারবেন। দাবি ও ওজর আপত্তির ফর্ম দাখিলের পর এগুলি নিয়ে শুনানি হবে। তবে সর্বোচ্চ আদালত এধরনের শুনানির জন্য কোনও তারিখ এখনও নির্ধারণ করেনি।

Next Story
সংবাদ শিরোনাম