এনআরসিঃ স্থায়ী বাসিন্দাদের জন্য ’ওআই’ ট্যাগ চেয়েছে দিশপুর

গুয়াহাটিঃ জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়নের চলতি প্ৰক্ৰিয়ায় ওজর আপত্তি পর্ব সুষ্ঠু,অবাধ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্ৰক্ৰিয়া(এসওপি)নিয়ে সুপ্ৰিমকোর্টে আজ গুরুত্বপূর্ণ শুনানি হচ্ছে। শীর্ষ আদালতের শুনানির প্ৰাক্কালে দিশপুর সোমবার কিছু নতুন শলা পরামর্শ ও সুপারিশ পেশ করেছে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের কাছে। চূড়ান্ত এনআরসি থেকে রাজ্যের কোনও প্ৰকৃত ভারতীয় নাগরিকের নাম যাতে বাদ না পড়ে তা সুনিশ্চিত করতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰককে অনুরোধ করেছে দিশপুর।
কেন্দ্ৰের প্ৰস্তুত করা এসওপি নিয়ে শনিবার সোনোয়াল মন্ত্ৰিসভার এক বৈঠকে বিস্তারিত আলোচনার পরই সুপারিশগুলি পেশ করা হয় কেন্দ্ৰের দরবারে। এমনও দেখা গেছে ৩০ জুলাইয়ে প্ৰকাশিত এনআরসি-র সম্পূর্ণ খসড়ায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন জানানো বহু স্থানীয় মানুষ এবং ভারতীয় নাগরিকের নাম অন্তর্ভুক্ত হয়নি। এই সব ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করতে অসম সরকার কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের কাছে নতুন করে সুপারিশ করেছে। সম্পূর্ণ খসড়া থেকে নামছুট প্ৰকৃত ভারতীয়দের প্ৰতি শ্ৰদ্ধার সঙ্গে ‘ওআই’ ট্যাগ(স্থায়ী বাসিন্দা)ব্যবহার করা যেতে পারে বলেও কেন্দ্ৰের কাছে সুপারিশ করেছে অসম সরকার।
একইসঙ্গে অন্যান্য রাজ্যের যে সব ভারতীয় নাগরিক(যাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নেই)এনআরসিতে নাম অন্তর্ভুক্তির আবেদন করেও বাদ পড়েছেন তাদের বিষয়টি ছাড় দিতে সুপারিশ করেছে দিশপুর। স্বরাষ্ট্ৰমন্ত্ৰক রাজ্য সরকারের নতুন সুপারিশগুলি আজ সুপ্ৰিমকোর্টের বিবেচনার জন্য পেশ করবে।