গুয়াহাটিঃ চূড়ান্ত জাতীয় নাগরিক পঞ্জিতে(এনআরসি)নাম অন্তর্ভুক্তি ও বাদ দেওয়ার ব্যাপারে ওজর আপত্তি নিয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্ৰেসিডিউর(এসওপি)সম্পর্কে রাজ্য মন্ত্ৰিসভা রবিবার এক বৈঠকে রাজ্য সরকারের সুপারিশগুলি সুপ্ৰিমকোর্টে পেশ করার সিদ্ধান্ত নিয়েছে। সুপ্ৰিমকোর্ট এরআগে ১৫ আগস্টের মধ্যে এসওপি দাখিল করার জন্য কেন্দ্ৰকে নির্দেশ দিয়েছিল। এনআরসি নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামি ১৬ আগস্ট। কেন্দ্ৰীয় স্বারাষ্ট্ৰ মন্ত্ৰকের তরফে যে এসওপি দাখিল করা হবে তা পরীক্ষার পরই শীর্ষ আদালত তাদের মতামত জানাবে।
Begin typing your search above and press return to search.