Begin typing your search above and press return to search.

এনআরসি-র কাজ সম্পূর্ণ করতে সরকার প্ৰতিশ্ৰুতিবদ্ধঃ রাজনাথ

এনআরসি-র কাজ সম্পূর্ণ করতে সরকার প্ৰতিশ্ৰুতিবদ্ধঃ রাজনাথ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  6 Feb 2019 11:40 AM GMT

নয়াদিল্লিঃ অসমে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি নবায়নে(এনআরসি)ঢিলেমির জন্য সুপ্ৰিমকোর্ট স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের কঠোর সমালোচনা করার কয়েক ঘণ্টা পরই স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং বলেন,নির্ধারিত সময়ের মধ্যেই এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়া সম্পূর্ণ করতে সরকার প্ৰতিশ্ৰুতিবদ্ধ। চূড়ান্ত এনআরসিতে কোনও প্ৰকৃত ভারতীয়র নাম যেমন বাদ পড়বে না তেমনি কোনও বিদেশির নাম তালিকায় ঠাঁই পাবে না-এক বিবৃতিতে বলেন রাজনাথ। স্বরাষ্ট্ৰমন্ত্ৰী আরও বলেন,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদির নেতৃত্বাধীন সরকার এনআরসি নবায়নের কাজ এগিয়ে নিচ্ছে। ১৯৮৫ সালে অসম চুক্তি স্বাক্ষরিত হবার পর কেন্দ্ৰ ও অসম সরকার এনআরসির কাজ প্ৰায় সম্পূর্ণ করার পথে এগিয়ে গিয়েছে। অথচ এই কাজ গত ৩০ বছরেও বেশি সময় ঝুলিয়ে রাখা হয়েছিল। রাজ্যে এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে বলে রাজনাথ উল্লেখ করেন।

স্বরাষ্ট্ৰমন্ত্ৰী আরও বলেন,এনআরসির পূর্ণাঙ্গ খসড়া প্ৰকাশিত হয়েছিল ২০১৮ সালের ৩০ জুলাই। এরপর দাবি ও ওজর আপত্তির প্ৰক্ৰিয়া সম্পূর্ণ করা হয় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর। সিং বলেন,এনআরসির কাজ যাতে নির্ধারিত সময়ে ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করা যায় তারজন্য স্বরাষ্ট্ৰমন্ত্ৰক রাজ্য সরকারকে পর্যাপ্ত তহবিল ও সম্পদ দিয়ে সাহা্য্য করছে। এনআরসির কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নেওয়ার জন্য প্ৰয়োজনীয় সংখ্যক কেন্দ্ৰীয় সশস্ত্ৰ বাহিনী অসমে মোতায়েন করা হয়েছে-উল্লেখ করেন রাজনাথ।

Next Story
সংবাদ শিরোনাম