Begin typing your search above and press return to search.

এনআরসি-র খসড়া তালিকার প্ৰতিবাদে রেললাইন অবরোধ

এনআরসি-র খসড়া তালিকার প্ৰতিবাদে রেললাইন অবরোধ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  1 Aug 2018 7:40 PM GMT

অসমের এনআরসি খসড়া তালিকার প্ৰতিবাদে পূর্ব রেলের শিয়ালদহ সেকশনের বিভিন্ন স্টেশনে বুধবার রেললাইন অবরোধ করে সারা ভারত মটুয়া মহাসংঘ। সংগঠনটি বলেছে,অসমে এনআরসি-র খসড়ার জন্য বহু লোক গৃহহীন হয়ে পড়বেন। প্ৰতিবাদকারীরা লাইন অবরোধ করায় শিয়ালদহ-হাসনাবাদ,শিয়ালদহ-নৈহাটি লাইনে ট্ৰেন চলাচল ব্যাহত হয়। পূর্ব রেলের মুখপাত্ৰ আরএন মহাপাত্ৰ বলেন,অবরোধ উঠিয়ে নেওয়ার জন্য তাঁরা প্ৰতিবাদকারীদের বোঝাবার চেষ্টা করেছিলেন।

Next Story