Begin typing your search above and press return to search.
এপিএসসি কেলেংকারিতে অভিযুক্ত আরও পাঁচ আধিকারিকের জামিন মঞ্জুর কোর্টে

গুয়াহাটিঃ অসম লোকসেবা আয়োগ(এপিএসসি)কেলেংকারিতে টাকা দিয়ে চাকরি কেনার দায়ে অভিযুক্ত আরও পাঁচ আধিকারিককে সোমবার জামিন মঞ্জুর করেছে গৌহাটি হাইকোর্ট।
যে পাঁচ আধিকারিকের জামিন মঞ্জুর হয়েছে তারা হলেন,হিমাংশু চৌধুরী,কমল দেবনাথ,অনিরুদ্ধ রায়,রাজু সাহু এবং জয়ন্ত কুমার নাথ। হাইকোর্ট কেলেংকারিতে অভিযুক্ত আর দুজন আধিকারিকের কেস ডায়েরি দাখিল করতে পুলিশকে নির্দেশ দিয়েছে। এই দুই অভিযুক্ত আধিকারিক হলেন,নিশামনি ডেকা এবং জয়দেব মহন্ত। তারা জামিনের আবেদন জানানোর প্ৰেক্ষিতেই কোর্ট পুলিশকে কেস ডায়েরি পেশ করার নির্দেশ দেয়। এই নিয়ে কেলেংকারিতে অভিযুক্ত মোট ১৭ জনকে অপর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে।
Next Story