এবার #MeToo-তে জড়ালো শ্ৰীলঙ্কার জোরে বোলার লাচিত ম্যালিঙ্গার নামও

বলিউডের রুপোলি পর্দা থেকে রাজনীতির জগৎ,সংবাদ জগৎ থেকে ক্ৰীড়াঙ্গন সবক্ষেত্ৰকেই নাড়িয়ে যাচ্ছে Me Too আন্দোলন। একসময়ে যৌন নিগ্ৰহের শিকার হতে হয়েছিল বলে কিছু মহিলা সাহসের সঙ্গে মুখ খুলতে শুরু করেছেন। ২০১৬ সাল থেকে বিশ্বজুড়ে চলা ‘মি ট’ আন্দোলনে জড়িয়ে পড়ছে দেশ,বিদেশের বহু নামী দামি ব্যক্তির নাম।
Me Too অভিযানের প্ৰভাব থেকে ছাড়া পেলেন না শ্ৰীলঙ্কার তারকা ক্ৰিকেটার লাচিত ম্যালিঙ্গাও। শ্ৰীলঙ্কার খেলোয়াড় অর্জুন রণতুঙ্গার পর জোরে বোলার লাচিত ম্যালিঙ্গার বিরুদ্ধে উঠেছে যৌন নিপীড়নের অভিযোগ। ভারতীয় সংগীত শিল্পী চিন্ময়ী শ্ৰীপদা এই অভিযোগ এনেছেন ম্যালিঙ্গার বিরুদ্ধে। টুইটারে একথা প্ৰকাশ করে শিল্পী বলেছেন,আইপিএল-এর সময় তাঁকে শারীরিক নির্যাতনের চেষ্টা চালিয়েছিলেন ম্যালিঙ্গা। টুইটারে বিস্তারিত প্ৰকাশ করে শিল্পী বলেছেন,মুম্বইয়ে একটি হোটেলে ম্যালিঙ্গার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। ওই হোটেলে নিজের এক বান্ধবীকে খোঁজার সময় ম্যালিঙ্গা তাকে বলেন,বান্ধবী তার রুমে রয়েছে। বান্ধবীর সঙ্গে দেখা করতে হোটেলের কামরায় ঢোকার পরই ম্যালিঙ্গা তার ওপর শারীরিক নির্যাতন চালাল বলে উল্লেখ করেছেন শিল্পী। উল্লেখ্য,মানুষ তাঁকেই দোষারোপ করবে জেনে এতদিন তিনি মুখে কুলুপ এঁটে ছিলেন। তবে শ্ৰীপদা টুইটারে বান্ধবীর নাম উল্লেখ করেননি।